পাইকগাছা, খুলনা প্রতিনিধি:
পাইকগাছায় নানা আয়োজনের মধ্য দিয়ে তারুণ্যের উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১৯ নভেম্বর বুধবার সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় উপজেলা প্রশাসন র্যালি, আলোচনা সভা ও পরিস্কার পরিচ্ছন্নতা এবং মশক নিধন অভিযানের আয়োজন করে। অনুষ্ঠানের শুরতেই এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে ” এসো দেশ বদলায়, পৃথিবী বদলায় ” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মো. ফজলে রাব্বী, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, ওসি রিয়াদ মাহমুদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, জুনিয়র কনসালটেন্ট ডা. সুজন কুমার সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান, বৈজ্ঞানিক কর্মকর্তা মোস্তফা ও সায়মা সুলতানা সোহানা। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার ও এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা রণজিৎ কুমার সরকার, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, প্রেসক্লাবের সহ সভাপতি মো. আব্দুল আজিজ, জামায়াত নেতা এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, সিপিবি নেতা আফজাল হোসেন, এনসিপি নেতা হাফিজ বিন আমিন, জুলাই যোদ্ধা আব্দুস সাত্তার গাজী, আসাদ, শিবির নেতা শহিদুল ইসলাম, শিক্ষার্থী শ্রাবন্তী গাইন ও লিমা আক্তার।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা ও গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়।







