শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে থানা পুলিশের অভিযানে মাদক বিক্রিকালে সুমন শাহ (২৮) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছে। এসময় তার এজেন্ট চিহ্নিত মাদক বিক্রেতা সাজু মোল্লা (৩৫) পালিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৯ টায় উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ মতির মোড় এলাকায়।
গ্রেপ্তার সুমন শাহ উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সিপাইগঞ্জ ডাঙ্গাপাড়া এলাকার। সে ওই এলাকার ইজগার শাহের ছেলে। আর সাজু মোল্লার বাড়ি কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ মতির মোড় এলাকায়। সে ওই এলাকার মৃত আনারুল ইসলামের ছেলে এবং একাধিক মাদক মামলার আসামি।
সৈয়দপুর থানার সেকেন্ড অফিসার আমিনুর রহমান জানান, মাদক এজেন্ট সাজু মোল্লা বড় চালান নিয়ে ধলাগাছ মতির মোড় এলাকায় অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। কিন্তু উপস্থিতি টের পেয়ে সাজু মোল্লা সটকে পড়ে। তবে তার কাছ থেকে মাদক ক্রয়কারী সুমন শাহকে ঘটনাস্থলে হাতে নাতে আটক করা হয়।
এসময় তল্লাশি করে সুমন শাহ এর পকেট থেকে ৬৮ টি পিস ইয়াবা ট্যাবলেট ও ১৬ পিস টাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। পরে সে স্বীকার করে জব্দকৃত মাদকগুলো সাজু মোল্লা কাছ থেকে কেনা। তার স্বীকারোক্তি অনুযায়ী সুমন শাহকে গ্রেপ্তার ও সাজু মোল্লাকে পলাতক আসামী হিসেবে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬/১, ২৯ (ক), ১০ (ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ২০/২৫।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ বলেন, গ্রেপ্তার আসামিকে বেলা ৩ টায় নীলফামারীর আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হয়েছে। মাদকসহ জুয়া, ভিসা প্রতারণা ও দেহ ব্যবসার মত অপরাধ নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।