মোঃ জালাল উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজিবির চাকরি দেওয়ার নামে ৭ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মাসুম রানা (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোররাতে মনাকষা ইউনিয়নের হাউসনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতার মাসুম রানা মৃত আজিজুর রহমানের ছেলে। মামলার সূত্রে জানা যায়, মাসুমের আপন ভাগনের সম্প্রতি বিজিবিতে চাকরি হয়। এর পর থেকে মাসুম তার বোনের কাছে দাবি করে আসছিলেন যে, চাকরি প্রদান করতে তিনি দালালের সহায়তা নিয়েছেন, তাই দালালকে পরিশোধের জন্য ৭ লাখ টাকা দিতে হবে। এক পর্যায়ে নিয়মিতভাবে চাপ সৃষ্টি করায় তার বোন আদালতে মামলা করেন।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, অভিযোগের ভিত্তিতে মাসুম রানাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

