সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের বিশেষ অভিযানে দেড় কেজি গাঁজাসহ এক কুখ্যাত মাদককারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ নভেম্বর ২০২৫) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে শ্রীমঙ্গল পৌরসভার হবিগঞ্জ রোডে এ অভিযান পরিচালিত হয়।
শ্রীমঙ্গল থানার ওসি মোঃ আমিনুল ইসলামের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মোঃ আনিছুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রাজ্জাক টাওয়ারের নিচতলার রূপসী বাংলা কাউন্টারের সামনে অভিযান চালিয়ে আব্দুস সামাদ পাভেল (২৭)-কে আটক করেন। তিনি শ্রীমঙ্গলের আরামবাগ (উকিল বাড়ি রোড) এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে।
অভিযান শেষে পুলিশ জানায়, গ্রেফতারকৃত পাভেলের কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। জব্দ তালিকা মূলে এসব মাদক জব্দ করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী,পাভেল এলাকায় একজন পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। অভিযানের সময় তার এক সহযোগী পালিয়ে যায়, তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারের পর পাভেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। পরে তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়,শ্রীমঙ্গল এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

