পাবনা প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ (সুজানগর-ঈশ্বরদী) আসন থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মনোনয়ন ফরম কিনেছেন দলের যুব শাখা যুব শক্তি-এর যুগ্ম আহবায়ক, লেখক ও সাংবাদিক মুহাম্মদ আসাদুল্লাহ।
আজ বুধবার (১২ নভেম্বর) তিনি এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বেশ কয়েকজন নেতা-কর্মী।
মনোনয়ন ফরম সংগ্রহের পর মুহাম্মদ আসাদুল্লাহ বলেন, “জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনই আমার রাজনীতির মূল লক্ষ্য। আমি বিশ্বাস করি, সৎ নেতৃত্ব ও উন্নয়নমূলক চিন্তাভাবনার মাধ্যমে পাবনা-২ আসনের মানুষের প্রত্যাশা পূরণ করা সম্ভব।”
স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে, তাঁর সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে সক্রিয় ভূমিকা আসন্ন নির্বাচনে এনসিপির পক্ষে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

