কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি সংঘটিত সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারতের বিজেপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মন্তব্য করায় আসামের এক বিধায়ককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত এই নেতার নাম আমিনুল ইসলাম। তিনি অল ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্টের (এআইইউডিএফ) একজন বিধায়ক এবং আসামের ধিং এলাকা থেকে নির্বাচিত।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এনডিটিভির খবরে বলা হয়, পুলওয়ামা (২০১৯) ও পেহেলগাম (২০২৫) – দুটি সন্ত্রাসী হামলাকেই সরকারি ষড়যন্ত্র বলে উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেন আমিনুল। এই মন্তব্যের ভিডিও ভাইরাল হয়ে গেলে আসাম পুলিশ বিষয়টি তদন্তে নেয় এবং পরে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে।

আসাম পুলিশ তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পোস্টে জানায়, “বিধায়ক আমিনুল ইসলামের বিভ্রান্তিকর ও উসকানিমূলক মন্তব্যের ভিত্তিতে একটি মামলা হয়েছে। তাঁর ভিডিও জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করছে বিধায়, তাঁকে আইন অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে।”
এদিকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, আমিনুল ইসলামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে।
বিধায়কের এই বক্তব্য ঘিরে ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিরোধীরা একে ‘মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত’ বলে সমালোচনা করলেও, সরকার বলছে— “জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।”