মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং-এর সঙ্গে কাতারের একটি রেকর্ড পরিমাণ চুক্তির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএনের প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এই চুক্তির মাধ্যমে কাতার এয়ারওয়েজ ১৬০টি জেট কিনছে, যার আনুমানিক মূল্য ২০০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি।
চুক্তির ঘোষণা দেওয়া হয় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে উপসাগরীয় দেশ সফরে গিয়ে কাতারে পৌঁছানোর পর ট্রাম্পকে দেওয়া হয় রাজকীয় সংবর্ধনা। বৈঠকটি অনুষ্ঠিত হয় দৃষ্টিনন্দন লুসাইল প্রাসাদে।
চুক্তি ঘোষণার সময় ট্রাম্প বলেন, “এই চুক্তি একটি বড় অর্জন। বোয়িং ও এর সিইও কেলি ওর্টবার্গকে আমি অভিনন্দন জানাই। এটি এক কথায় একটি রেকর্ড।”
বিশ্বের অন্যতম বৃহৎ বিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠান বোয়িং এই চুক্তির মাধ্যমে আবারও মধ্যপ্রাচ্যের এভিয়েশন বাজারে তাদের শক্ত অবস্থান নিশ্চিত করল বলে মনে করছেন বিশ্লেষকরা।
এছাড়াও, সফরকালে ট্রাম্প সৌদি আরব হয়ে কাতারে আসেন এবং দুই দেশেই পেয়েছেন উচ্চ পর্যায়ের কূটনৈতিক সংবর্ধনা। বিশেষ করে কাতারে বিলাসবহুল প্রাসাদ ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় তাকে অভ্যর্থনা জানানো হয়।
এই চুক্তি যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও জোরদার করবে বলেও আশা করা হচ্ছে।