সিলেট:
অনন্বর্তী কালীন সরকারের প্রধান উপদষ্টো ড. ইউনুসকে নিয়ে কটুক্তি করায় পাঁচ প্রবাসীর নামে সুনামগঞ্জে মামলা দায়ের করা হয়েছে।একই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যঙ্গাত্মক ছবি প্রকাশ ও কটুক্তি করার অভিযোগ আনা হয়েছে।
সুনামগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ওই অভিযোগে পাঁচ প্রবাসীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং সিআর ১০৯/২০২৫ (সুনামগঞ্জ সদর)।
মামলার আসামিরা হলেন-সিলেটের বিয়ানীবাজার উপজেলার কনকলস গ্রামের হেলাল আহমদ চৌধুরীর ছেলে মাহফুজ আহমদ চৌধুরী, বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ বাজারের মৃত আব্দুল হামিদের মেয়ে সালমা আক্তার , একই এলাকার মৃত আব্দল হামিদের ছেলে তোফায়েল আহমদ, সুনামগঞ্জের ছাতক উপজেলার আগিজাল গ্রামের আছকির খানের ছেলে ইমরান খান, মাদারীপুর জেলার সদর উপজেলার মধ্য হাউসদী গ্রামের মৃত নূর মুহাম্মাদ খানের ছেলে মো. মাহিন খান ।
আদালতে মামলাটি দায়ের করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত রমজান আলী।রমজান বিএনপি’র সমর্থক ও যুবদল সুনামগঞ্জ পৌর শাখার সাবেক সদস্য।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মো. রুবেল মিয়া মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, সুনামগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুর রহমান মামলাটি আমলে নিয়ে আগামী ১২ই মের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিলের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিআইবি) সিলেটের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন।
বুধবার মামলার বাদি রমজান আলী জানান, আসামিরা দীর্ঘদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি বিকৃত, কটুক্তি, নানাভাবে নেতিবাচক সমালোচনার করে যাচ্ছে। দেশের একজন সচেতন নাগরিক হিসেবে এসব কার্যকলাপের বিরুদ্ধে অভিযুক্তদের রাষ্ট্রীয় সার্থে বিচার নিশ্চিত করার মাধ্যমে সর্বোচ্চ শাস্তির আবেদন নিয়ে আদালতে মামলাটি দায়ের করি।