বিশ্বজুড়ে মানবাধিকারকর্মীদের ওপর সহিংসতা বন্ধ এবং যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছানোর পথে বাধা দূর করার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটিগুলোর ফেডারেশন (আইএফআরসি)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জগান চাপাগেইন।
শনিবার (১২ এপ্রিল) তুরস্কের আন্টালিয়া কূটনীতি ফোরামে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “গাজায় মানবিক সহায়তা পৌঁছানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। গত এক মাসেরও বেশি সময় ধরে সেখানে কোনও সহায়তা প্রবেশ করতে পারেনি।”
তিনি জানান, ইসরায়েল গত ২ মার্চ থেকে গাজায় সব ধরনের ত্রাণ প্রবেশ বন্ধ করে দিয়েছে, যার ফলে সেখানে মানবিক সংকট ভয়াবহ রূপ নিয়েছে।
জগান চাপাগেইন আরও বলেন, “আমি বারবার অনুরোধ করেছি—বিশ্বের কোথাও যেন মানবাধিকারকর্মীদের ওপর হামলা না হয়। আন্তর্জাতিক মানবিক আইন ও মৌলিক নীতিমালা মেনে চলা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি জরুরি।”
তিনি বলেন, “এই মুহূর্তে বিশ্ব একাধিক সংকট, সংঘাত এবং বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে। সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো, এসব সংকটের কোনো টেকসই রাজনৈতিক সমাধান নেই। একটির পর একটি নতুন সমস্যা তৈরি হচ্ছে, কিন্তু পুরনোগুলো কখনও শেষ হচ্ছে না।”
চাপাগেইন মনে করেন, এসব সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব কেবল কূটনৈতিক উদ্যোগ এবং আন্তর্জাতিক সংলাপের মাধ্যমে। তার কথায়, “সংলাপ, অংশগ্রহণ এবং আন্তরিক কূটনৈতিক প্রচেষ্টাই পারে এ ধরনের পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিতে।”