ভারতের পাঠানো ৭৭টি ড্রোন ধ্বংস করার দাবি করেছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম জিও টিভি নিরাপত্তা সূত্রের বরাতে জানায়, এই ড্রোনগুলো পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন ও নজরদারি কার্যক্রমে যুক্ত ছিল।
জিও টিভির লাইভ প্রতিবেদনে বলা হয়, ৮ মে সন্ধ্যা পর্যন্ত পাকিস্তানি সেনারা ২৯টি ড্রোন ভূপাতিত করে। এরপর গত রাত থেকে ৯ মে শুক্রবার দুপুর পর্যন্ত আরও ৪৮টি ড্রোন গুলি করে নামানো হয়। সব মিলিয়ে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে একযোগে এত বিপুল সংখ্যক ড্রোন ধ্বংসের দাবি করলো পাকিস্তান।
পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, এসব ড্রোনের গতিবিধি ছিল শত্রুতামূলক এবং সেগুলো পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করছিল। সেনাবাহিনী এরই মধ্যে ‘ভারতীয় আগ্রাসনের যথাযথ জবাব’ দিচ্ছে বলেও জানিয়েছেন তারা।
এই ঘটনার মধ্য দিয়ে ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে। সাম্প্রতিক কাশ্মীর পরিস্থিতি, সীমান্তে গোলাগুলি এবং পাল্টাপাল্টি অভিযোগের পর এবার ড্রোন যুদ্ধ নতুন করে উদ্বেগ তৈরি করেছে দক্ষিণ এশিয়ার এই দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর মধ্যে।