ভারতের সীমান্তে বিনা উসকানিতে গুলিবর্ষণের জবাবে পাল্টা হামলা চালিয়ে একটি চেকপোস্ট ধ্বংস করে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী—এমনই দাবি করেছে দেশটির গণমাধ্যম জিও নিউজ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কাশ্মীর সীমান্তবর্তী কিয়ানি ও মণ্ডল সেক্টরে ভারতীয় সেনারা হালকা অস্ত্র ব্যবহার করে গুলিবর্ষণ শুরু করলে ইসলামাবাদও তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেয়।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, ভারতীয় বাহিনীর এই আচরণ ছিল বিনা উসকানির এবং সীমান্ত অগ্রাসনের শামিল। পাকিস্তান সেনাবাহিনী শক্ত হাতে এর মোকাবিলা করে এবং প্রতিক্রিয়ায় শত্রুপক্ষের একাধিক পোস্ট গুঁড়িয়ে দেয়।
ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে নিয়ন্ত্রণ রেখা (LoC) সংলগ্ন অঞ্চলগুলো। এ নিয়ে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, তারা সীমান্তে শান্তি বজায় রাখতে আগ্রহী, তবে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে তারা সব সময় প্রস্তুত।