ইসরাইলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে, বিশেষ করে জেরুজালেমের পাহাড়ি অঞ্চলে আগুনের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের উৎস এখনও স্পষ্ট নয়, তবে ঘটনার পর অগ্নিসংযোগের সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেফতারের দাবি করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
টাইমস অব ইসরাইলের খবরে বলা হয়েছে, নেতানিয়াহু জানিয়েছেন—অগ্নিকাণ্ডের পেছনে ইচ্ছাকৃত আগুন লাগানোর সংশ্লিষ্টতায় এখন পর্যন্ত ১৮ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে একজনকে সরাসরি ঘটনাস্থল থেকে ধরা হয়েছে বলেও দাবি করেন তিনি।
তবে ইসরাইলি সংবাদমাধ্যম এন-টুয়েলভ বলছে, পুলিশের সঙ্গে কথা বলে তারা জানতে পেরেছে, এখন পর্যন্ত মাত্র তিনজনকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ফলে প্রধানমন্ত্রীর বক্তব্যে পুলিশ কিছুটা বিস্মিত।
এন-টুয়েলভ আরও জানায়, কর্তৃপক্ষ এখনো আগুনের প্রকৃত উৎপত্তিস্থল চিহ্নিত করতে পারেনি। কিছু এলাকা এতটাই দুর্গম যে, দমকল বাহিনীর পক্ষে সেখানে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় ইসরাইলজুড়ে উদ্বেগ তৈরি হলেও, উদ্ধার ও অগ্নিনির্বাপণের কাজে নিয়োজিত কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতানিয়াহু। আন্তর্জাতিক বাইবেল কুইজের সমাপনী অনুষ্ঠানে দেওয়া এক ভাষণে তিনি বলেন, “ভূমি রক্ষায় যাঁরা সহযোগিতা করছেন, এবং যারা জীবন বাজি রেখে আগুনের বিরুদ্ধে লড়ছেন—তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
তবে দাবানলের পেছনে ষড়যন্ত্র বা অগ্নিসংযোগের বিষয়টি কতটা সত্য, তা নিয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।