নিজের প্রথম ১০০ দিনের শাসনকালকে একেবারে “অসাধারণ” আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৩০ এপ্রিল রাতে সংবাদমাধ্যম নিউজ নেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে জানান, ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত তিনি কোনো ভুল দেখছেন না নিজের কর্মকাণ্ডে।
একজন শ্রোতা যখন জানতে চান—এই ১০০ দিনে তাঁর সবচেয়ে বড় ভুল কী ছিল—ট্রাম্প দ্বিধাহীন ভাষায় বলেন, “এটাই আমার কাছে সবচেয়ে কঠিন প্রশ্ন, কারণ আমি সত্যিই বিশ্বাস করি না যে আমি কোনো ভুল করেছি।”
ট্রাম্প আরও বলেন, “আমার দৃঢ় বিশ্বাস, আগামী এক বছরের মধ্যেই আমেরিকার মানুষ অর্থনৈতিকভাবে এমন সাফল্য দেখবে যা তারা কল্পনাও করতে পারেনি। আমরা বাণিজ্যে প্রচুর ক্ষতির মুখে পড়েছিলাম, কিন্তু এখন আমরা বিপুল আয়ের দিকে এগোচ্ছি। এটা রাতারাতি সম্ভব না হলেও, প্রত্যাশার চেয়েও দ্রুত ফলাফল আসবে।”
অর্থনৈতিক অগ্রগতি নিয়ে আত্মবিশ্বাসী ট্রাম্প এসময় নিজের প্রশাসনের নীতিকেই সফলতার চাবিকাঠি হিসেবে তুলে ধরেন।