আন্তর্জাতিক ডেস্ক
অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক (রিজার্ভ ব্যাংক অফ অস্ট্রেলিয়া) চলতি সপ্তাহে মূল সুদের হার কমিয়ে এনেছে, যা গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন। মঙ্গলবার এক ঘোষণায় জানানো হয়, ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে বর্তমানে নগদ হার নির্ধারণ করা হয়েছে ৩.৮৫ শতাংশ।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, মুদ্রাস্ফীতির চাপ কিছুটা কমায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বৈশ্বিক অর্থনীতির বর্তমান অনিশ্চয়তা, বিশেষ করে যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি, অস্ট্রেলিয়ান অর্থনীতির জন্য একটি ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছে ব্যাংকটি।
এক বিবৃতিতে রিজার্ভ ব্যাংকের বোর্ড জানিয়েছে, “যদি পরিবার ও ব্যবসায়ীরা ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে ব্যয় কমিয়ে দেয়, তবে সেটি সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।”
এই হার ২০২৩ সালের মে মাসের পর সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে। চলতি বছরের ফেব্রুয়ারির পর এটি প্রথমবারের মতো সুদহার হ্রাসের ধারাবাহিকতা শুরু করল, যা ২০২০ সালের নভেম্বরের পর নজরে আসেনি।
অস্ট্রেলিয়ার অর্থমন্ত্রী জিম চালমার্স এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, “আমরা জানি, চ্যালেঞ্জ এখনো শেষ হয়নি। আরও কাজ বাকি রয়েছে। তবে এটি একটি ইতিবাচক অগ্রগতি।”
রিজার্ভ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালের ডিসেম্বরে মুদ্রাস্ফীতির হার ছিল ৭.৮ শতাংশ, যা বর্তমানে নেমে এসেছে ২.৪ শতাংশে। তবে খাদ্য, জ্বালানি ও বাসস্থানের উচ্চ ব্যয় এখনও অনেক পরিবারের জন্য চাপ তৈরি করছে।