গাজার জনগণের ওপর চলমান অবরোধকে ‘অমানবিক’ আখ্যা দিয়ে অবিলম্বে তা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে আয়ারল্যান্ড। দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সায়মন হ্যারিস বলেন, ইসরাইলের আরোপিত নিষেধাজ্ঞার ফলে গাজার জনগণ চরম মানবিক সংকটে পড়েছে।
শুক্রবার এক বিবৃতিতে হ্যারিস জানান, গত আট সপ্তাহ ধরে গাজায় কোনো ধরনের ত্রাণ কিংবা বাণিজ্যিক পণ্য প্রবেশ করতে পারেনি। এতে শিশুদের মৃত্যুর সংখ্যা বাড়ছে এবং হাসপাতালগুলো প্রয়োজনীয় ওষুধের অভাবে কার্যত অচল হয়ে পড়েছে।
তিনি বলেন, “বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) ইতোমধ্যেই সতর্ক করেছে—তাদের খাদ্য মজুত শেষ হয়ে গেছে। অথচ গাজাবাসীদের জীবন রক্ষাকারী সহায়তা পৌঁছানোর কোনো উপায় নেই।”
তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর তথ্য অনুযায়ী, চলমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এবারই সবচেয়ে দীর্ঘ সময় ধরে গাজায় ত্রাণ নিষিদ্ধ রাখা হয়েছে। হ্যারিস একে ‘অগ্রহণযোগ্য’ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেন।
তিনি ইসরাইলকে অবরোধ তুলে নেওয়ার এবং গাজায় ত্রাণ পাঠানোর জন্য নিরাপদ ও টেকসই করিডোর নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি নিয়ে আলোচনায় ফেরার অনুরোধ জানান তিনি।
এ পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মানবিক বিপর্যয় প্রতিরোধে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন আয়ারল্যান্ডের এ মন্ত্রী।