চলতি বছর থাইল্যান্ডে প্রায় ৩ কোটি ৮০ লাখ বিদেশি পর্যটক আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে। দেশটির পর্যটন মন্ত্রণালয়ের সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য উঠে এসেছে।
গত শুক্রবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার তিন দিন পর থাইল্যান্ড পর্যটন নিয়ে ইতিবাচক পূর্বাভাস দিয়েছে। দেশটির পর্যটনমন্ত্রী সোরাওং থিয়েনথং রাজধানী ব্যাংককে এক সংবাদ সম্মেলনে জানান, ভূমিকম্পের প্রভাব সাময়িক এবং পর্যটন শিল্প আগের মতোই সক্রিয় থাকবে।
শুক্রবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারে, যার মাত্রা ছিল ৭.৭। এতে বহু ভবন ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এসব চ্যালেঞ্জের মধ্যেও থাইল্যান্ড তার পর্যটন খাতে আশাবাদী।