বিবিসি তাদের তথ্যচিত্র “Gaza: How to Survive a War Zone” (গাজা: কীভাবে যুদ্ধক্ষেত্রে বেঁচে থাকতে হয়) নিয়ে গুরুতর ত্রুটির স্বীকারোক্তি দিয়ে আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশ করেছে। তথ্যচিত্রটি BBC iPlayer থেকে সরিয়ে ফেলা হয়, যখন জানা যায় যে এর ১৩ বছর বয়সী কথক আবদুল্লাহ হামাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তার ছেলে।
- অপর্যাপ্ত তথ্য প্রকাশ: বিবিসি জানিয়েছে যে, হোয়ো ফিল্মস (Hoyo Films) নামের স্বাধীন প্রযোজনা সংস্থা তাদের আগে থেকে জানায়নি যে ছেলেটির বাবা হামাস সরকারের উপ-কৃষিমন্ত্রী।
- সম্পাদনাগত ব্যর্থতা: বিবিসি নিশ্চিত করেছে যে, তারা বারবার জানতে চেয়েছিল আবদুল্লাহ ও তার পরিবারের কোনো সম্পর্ক হামাসের সঙ্গে আছে কি না, তবে প্রযোজনা সংস্থা বিষয়টি গোপন রেখেছিল।
- পরিবারকে অর্থ প্রদান: হোয়ো ফিল্মস স্বীকার করেছে যে, তারা আবদুল্লাহর মায়ের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে একটি “সীমিত পরিমাণ অর্থ” প্রদান করেছিল। তবে তারা দাবি করেছে যে, কোনোভাবেই এই অর্থ হামাস বা তাদের কোনো সহযোগীর কাছে যায়নি।
- বিবিসি নিশ্চিত করেছে যে, তথ্যচিত্রটি আর সম্প্রচার করা হবে না বা iPlayer-এ ফিরিয়ে আনা হবে না।
- তথ্যচিত্রের সম্পূর্ণ আর্থিক নিরীক্ষা করার জন্য হোয়ো ফিল্মসের কাছ থেকে তাদের অর্থনৈতিক হিসাব চাওয়া হয়েছে।
- বিবিসির পরিচালনা পর্ষদ (BBC Board) স্বীকার করেছে যে, তথ্যচিত্রের বিষয়বস্তু গুরুত্বপূর্ণ হলেও স্বচ্ছতার অভাব বিবিসির সাংবাদিকতার ওপর আঘাত হেনেছে।
- গ্যারি লিনেকার, অনিতা রানী ও রিজ আহমেদসহ ৫০০-র বেশি গণমাধ্যমকর্মী বিবিসির এই পদক্ষেপের সমালোচনা করেছেন।
- হোয়ো ফিল্মস তাদের অবস্থান ব্যাখ্যা করে বলেছে, “যুদ্ধক্ষেত্রে যারা ভুক্তভোগী, অথচ কণ্ঠ হারিয়েছে, তাদের গল্প বলা জরুরি।”
বিবিসি ইতোমধ্যে তাদের সম্পাদকীয় নীতিমালা পর্যালোচনা শুরু করেছে, এবং প্রতিষ্ঠানটির সাংবাদিকতায় আস্থা পুনরুদ্ধারে কাজ করছে।