নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়ে আত্মপ্রকাশ করল জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির অন্যতম প্রাথমিক লক্ষ্য ‘সেকেন্ড রিপাবলিক’ (দ্বিতীয় প্রজাতন্ত্র) প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন।
গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্য নিয়ে এনসিপির আত্মপ্রকাশ
শুক্রবার জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশাল জমায়েতের মাধ্যমে তারুণ্যনির্ভর এই দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। নেতৃত্বে রয়েছেন জুলাই অভ্যুত্থানের সংগঠক ছাত্র ও তরুণরা। দলটির আহ্বায়ক হয়েছেন নাহিদ ইসলাম এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আখতার হোসেন।
নাহিদ ইসলাম বলেছেন, “আমরা সেকেন্ড রিপাবলিকে জাতীয় স্বার্থ রক্ষায় শক্তিশালী প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তুলব এবং ভেঙে পড়া রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের মাধ্যমে গণতান্ত্রিক চরিত্র রক্ষা করব।”
এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানস্থলে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, জাতীয় সংগীত পরিবেশন এবং জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে নীরবতা পালনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।
নতুন রাজনৈতিক ব্যবস্থার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, “জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার কণ্ঠে ধ্বনিত হয়েছিল— ‘তুমি কে? আমি কে? বিকল্প! বিকল্প!’ আজ সেই বিকল্পের জায়গা থেকেই এনসিপির জন্ম।”
জাতীয় নাগরিক পার্টি সাম্প্রদায়িকতা ও বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছে এবং দেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায় রচনার প্রত্যয় ব্যক্ত করেছে।