যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ‘পাল্টা শুল্ক’ নীতিকে আন্তর্জাতিক বাণিজ্য আইন লঙ্ঘন বলে কঠোরভাবে সমালোচনা করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা অভিযোগ করেন, ওয়াশিংটন আন্তর্জাতিক বাণিজ্যের স্বীকৃত নিয়মকানুন মানছে না। বিশেষ করে, চীনা পণ্যের ওপর ট্রাম্প প্রশাসনের আরোপিত ১০৪ শতাংশ শুল্ককে তিনি বৈশ্বিক বাণিজ্য রীতিনীতির সরাসরি লঙ্ঘন বলে উল্লেখ করেন।
মারিয়া জাখারোভা বলেন, “যুক্তরাষ্ট্র যা করছে, তা একতরফাভাবে বিশ্ববাণিজ্য সংস্থার মৌলিক নিয়ম ভেঙে দেওয়ার শামিল। সাধারণত এমন বিরোধ নিষ্পত্তির জন্য বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)-র মাধ্যমে আলোচনা হয়। কিন্তু ওয়াশিংটন আলোচনার পথ না বেছে একক সিদ্ধান্তে শুল্ক আরোপ করছে, যা বিশ্ব বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি করছে।”
চীন ইতিমধ্যে বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করেছে। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ৯ এপ্রিল থেকে কার্যকর হওয়া এই ‘পাল্টা শুল্ক’-এর আওতায় চীনের ওপর যুক্তরাষ্ট্র ৮৪ শতাংশ বাড়িয়ে মোট ১০৪ শতাংশ শুল্ক আরোপ করে। এর প্রতিক্রিয়ায় চীনও ১০ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের পণ্যে ৮৪ শতাংশ শুল্ক কার্যকর করেছে।
বিশ্লেষকরা বলছেন, এই পাল্টাপাল্টি শুল্কের ফলে বৈশ্বিক বাণিজ্যে উত্তেজনা বাড়তে পারে এবং আঘাত হানতে পারে বহুপাক্ষিক বাণিজ্য কাঠামোর ওপর। আন্তর্জাতিক মঞ্চে শুল্ক যুদ্ধের এই নতুন পর্ব নিয়ে উদ্বেগ বাড়ছে ইউরোপসহ বিভিন্ন বাণিজ্যিক শক্তিধর রাষ্ট্রের মধ্যেও।
রাশিয়ার মন্তব্য এ বিষয়ে বৈশ্বিক উদ্বেগকে আরও জোরালো করল বলে মনে করছেন আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষকরা।
সূত্র:বিবিসি