রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্রুতই বৈঠকে বসবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় রোববার (১৭ ফেব্রুয়ারি) সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেন, সৌদি আরবে দুই নেতার মধ্যে বৈঠক হবে কিনা? এর জবাবে ট্রাম্প বলেন, দিনক্ষণ ঠিক হয়নি। তবে দ্রুতই বৈঠক হবে।
ট্রাম্প জানান, তার টিম রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ ও কঠিন আলোচনা চালাচ্ছে। ট্রাম্প বলেন, আমার মনে হয়, পুতিন যুদ্ধ থামাতে চান। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও যুদ্ধ বন্ধ করতে চান।
গত বুধবার ট্রাম্প ও পুতিনের মধ্যে দীর্ঘ সময় ধরে ফোনালাপ হয়েছে। সেখানে তাঁরা অবিলম্বে যুদ্ধবিরতি আলোচনা শুরু করতে সম্মত হন।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ইউক্রেনকে ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া হলে, তা মেনে নেবেন না।
গত শনিবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে ফোনে রুবিওর কথা হয়েছে। রুবিও বলেন, ‘একটি ফোনালাপ শান্তি প্রতিষ্ঠা করে না।’
গতকাল এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, পুতিন সারাক্ষণ মিথ্যা কথা বলেন। আলোচনার শরিক হিসেবে তাঁকে বিশ্বাস করা যায় না।
রুবিও বলেন, তিনি মনে করেন, ভূরাজনীতির ক্ষেত্রে কারওরই কাউকে বিশ্বাস করা উচিত নয়।