গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে ইসরায়েলের বিমান হামলায় হামাসের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা সালাহ আল-বারদাওয়িল নিহত হয়েছেন বলে হামাসের এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন, ওই হামলায় বারদাওয়িল ও তার স্ত্রী নিহত হয়েছেন। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার পর্যন্ত যুদ্ধ শুরুর পর থেকে মোট মৃতের সংখ্যা ৫০,০০০ ছাড়িয়েছে। শুধু খান ইউনিস ও রাফাহ শহরে রবিবার কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন।
গত সপ্তাহে যুদ্ধবিরতির প্রথম পর্যায় শেষ হওয়ার পর ইসরায়েল গাজায় ব্যাপক হামলা শুরু করেছে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের নতুন যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যানের জন্য হামাসকে দোষারোপ করছে। অন্যদিকে, হামাস কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া মূল চুক্তি থেকে সরে আসার জন্য ইসরায়েলকে দায়ী করছে। ওই চুক্তির আওতায় ইসরায়েলি বাহিনী প্রত্যাহার, আটক ইসরায়েলি ও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি এবং যুদ্ধ শেষ করে গাজা পুনর্গঠনের আলোচনা চালানোর কথা ছিল।
হামাস রবিবার এক বিবৃতিতে জানায়, ৬৬ বছর বয়সী বারদাওয়িল তার স্ত্রীসহ নামাজ পড়ার সময় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র তাদের তাঁবুতে আঘাত হানে।
বারদাওয়িল আট সন্তানের জনক এবং হামাসের অন্যতম শীর্ষ রাজনৈতিক নেতা ছিলেন। খান ইউনিসের শরণার্থী শিবিরে জন্ম নেওয়া বারদাওয়িল হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। তিনি হামাসের সংসদীয় ব্লকের রাজনৈতিক শাখার প্রধান ছিলেন এবং ২০২১ সালে পুনরায় সংগঠনের রাজনৈতিক ব্যুরোতে নির্বাচিত হন।
চলমান যুদ্ধের সময় ইয়াহিয়া সিনওয়ার ও রুহি মুশতাহা নিহত হওয়ার পর বারদাওয়িল হামাসের সর্বোচ্চ রাজনৈতিক নেতা হিসেবে বিবেচিত হচ্ছিলেন।
যে বিমান হামলায় বারদাওয়িল নিহত হন, তা যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে দক্ষিণ গাজায় সবচেয়ে তীব্র বিমান হামলার মধ্যে অন্যতম ছিল।
এদিকে, ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির এক মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী তাদের বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সকে ঘিরে রেখেছে, যা রাফাহ শহরে এক হামলার স্থানে পৌঁছানোর চেষ্টা করছিল। এতে কয়েকজন প্যারামেডিক আহত হয়েছেন এবং একটি দল ঘণ্টার পর ঘণ্টা অবরুদ্ধ অবস্থায় রয়েছে।
অপরদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী রাফাহর পশ্চিমাঞ্চলের তেল আল-সুলতান এলাকায় বসবাসকারী মানুষদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। ওই এলাকায় ভারী গোলাবর্ষণ ও সীমিত স্থল হামলা চালানো হয়েছে।
হামলায় মিশরীয় সীমান্তবর্তী ফিলাডেলফি করিডোর থেকে ট্যাংকের গোলাবর্ষণ করা হয় এবং হেলিকপ্টার থেকেও আক্রমণ চালানো হয়।
তেল আল-সুলতানের বাসিন্দা আলা আল-দিন সাবাহ বিবিসিকে এক অডিও বার্তায় বলেন, “আমাদের উপর বৃষ্টির মতো গুলি পড়ছে। এক নারী গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন, কিন্তু অ্যাম্বুলেন্স তাকে নিতে পারছে না। আমি একজন প্যারামেডিককে মাটিতে পড়ে চিৎকার করতে দেখছি।”
উল্লেখ্য, ৭ অক্টোবর ২০২৩ সালে হামাসের এক নজিরবিহীন আক্রমণে প্রায় ১,২০০ ইসরায়েলি নিহত হন এবং ২৫১ জনকে বন্দি করা হয়। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল হামাসকে ধ্বংস করার উদ্দেশ্যে গাজার বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এই যুদ্ধের ফলে গাজায় এখন পর্যন্ত ৪৯,৫০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং অঞ্চলটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ সংঘটিত হয়েছে।