গাজায় ইসরায়েলি হামলায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে বিশ্বব্যাপী ধর্মঘটের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক দুটি মানবাধিকার সংগঠন— “নিউ ইয়র্ক হেলথকেয়ার ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন” এবং “ডক্টরস অ্যাগেইনস্ট জেনোসাইড”।
সোমবার (৭ এপ্রিল) নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে কর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
হেলথকেয়ার ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন তাদের ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছে, “গাজায় গণহত্যা থামাতে আমরা বৈশ্বিক ধর্মঘটের ডাক দিচ্ছি। এই উদ্দেশ্যে শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থল সাময়িকভাবে বন্ধ রাখা হবে। এখনই পদক্ষেপ নেওয়ার সময়।”
বিশ্ব স্বাস্থ্য দিবসকে সামনে রেখে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, যখন বিশ্বজুড়ে মা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতা বাড়ছে, তখন গাজার মানুষ ন্যূনতম চিকিৎসা সেবার সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছে। হাসপাতালে হামলা, নবজাতকদের মৃত্যু, এবং মায়েদের সহায়তা ছাড়া মৃত্যুবরণ— এসবই এখন গাজার বাস্তবতা।
এই অবস্থায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফর পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। সোমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নিতে তার ওয়াশিংটন যাওয়ার কথা রয়েছে। আলোচনায় নতুন শুল্কনীতি, ইরান এবং হামাস নিয়ে আলোচনা হতে পারে।
বিবৃতিতে বলা হয়, “যে নেতাকে আন্তর্জাতিক অপরাধ আদালত যুদ্ধাপরাধী হিসেবে আখ্যা দিয়েছে, তিনি এখন হোয়াইট হাউজে বৈঠক করতে যাচ্ছেন— এটা বিশ্ববিবেকের জন্য চরম লজ্জার বিষয়।”
সংগঠনগুলো জোর দিয়ে বলেছে, এখনই সময় রাস্তায় নামার। বিবৃতির শেষ অংশে বলা হয়, “গাজার জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে আমাদের সবাইকে আওয়াজ তুলতে হবে। যুদ্ধাপরাধ থামান, মার্কিন সহযোগিতা বন্ধ করুন, দোষীদের জবাবদিহির আওতায় আনুন। একটি গোটা জাতি যখন ক্ষুধা আর বোমায় নিশ্চিহ্ন হচ্ছে, তখন চুপ করে বসে থাকা অপরাধ।”