মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো আশঙ্কা করছে, এ বছরের মাঝামাঝি সময়ে ইরানের পারমাণবিক স্থাপনায় আগাম হামলা চালাতে পারে ইসরায়েল ও মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট একাধিক গোয়েন্দা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে কয়েক সপ্তাহ বা মাসের জন্য পিছিয়ে দিতে পারে, তবে এতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে এবং বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউস, ইসরায়েল সরকার, সিআইএ, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা এবং জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয় এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউজেস বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবেন না।
তিনি আরও বলেন, যদিও প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে শান্তিপূর্ণ সমাধানের জন্য আলোচনায় বসতে ইচ্ছুক, তবে ইরান রাজি না হলে তিনি হয়তো অপেক্ষা করবেন না। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, জানুয়ারির শুরুর দিকে প্রকাশিত এক বিস্তৃত গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, ইসরায়েল ফোরডো ও নাতানজ পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনা করছে।
গোয়েন্দা তথ্যের সঙ্গে জড়িত বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েল গত অক্টোবরে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করার জন্য বোমা হামলা চালিয়েছে এবং এখন দেশটিতে পরবর্তী হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে ওয়াশিংটন পোস্ট এসব কর্মকর্তার নাম প্রকাশ করেনি।
সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে একটি চুক্তিকে অগ্রাধিকার দেবেন। তিনি বিশ্বাস করেন, ইরান যুদ্ধের পরিবর্তে আলোচনাকে গুরুত্ব দেবে।
ট্রাম্প আরও বলেন, সবাই মনে করছে, আমাদের অনুমোদন বা সহায়তায় ইসরায়েল ইরানে হামলা চালাবে। তবে আমি চাইব না এমন কিছু ঘটুক।
এদিকে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েল ও ইরান ইতোমধ্যে একাধিকবার পরস্পরের বিরুদ্ধে সামরিক হামলা চালিয়েছে। বিশ্লেষকদের মতে, যদি ইসরায়েল ইরানে সামরিক হামলা চালায়, তবে তা গোটা অঞ্চলে বড় ধরনের সংঘাত সৃষ্টি করতে পারে।
তথ্যসূত্র: ওয়াশিংটন পোস্ট, রয়টার্স