🕘 সময়: ২১:২২ | 📅 প্রকাশিত: ১ এপ্রিল ২০২৫
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম মঙ্গলবার একটি “উৎপাদনশীল আলোচনা”করেছেন বলে কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে।
এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, উভয় নেতা “উত্তর আমেরিকার প্রতিযোগিতামূলক অবস্থান বজায় রাখার পাশাপাশি প্রতিটি দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের” ওপর গুরুত্বারোপ করেছেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে যে, তারা হোয়াইট হাউসের “অযৌক্তিক বাণিজ্য নীতির” বিরুদ্ধে লড়াইয়ের কৌশল নিয়ে আলোচনা করেছেন। বিশেষ করে, কানাডা ও মেক্সিকোর মধ্যে বাণিজ্য বৃদ্ধি করে এই চ্যালেঞ্জ মোকাবিলার পরিকল্পনা করেছেন তারা।
দুই দেশ নিয়মিত যোগাযোগ বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে বলেও জানানো হয়েছে।