অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব মোঃ মোখতার আহমেদ। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মাহমুদ প্রধান।
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের অধ্যাপক ড. ওয়াকিলুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বিএসটিআই ময়মনসিংহ বিভাগীয় অফিসের উপ-পরিচালক ও প্রধান মোঃ মোন্নাফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ আবু বকর সিদ্দিক, র্যাব-১৪ ময়মনসিংহ অঞ্চলের কমান্ডিং অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শামসুজ্জামান এবং ক্যাব ময়মনসিংহের সাধারণ সম্পাদক জিএম রহমান ফিলিপ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএসটিআই ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক (মেট) রাইসুল ইসলাম ও পরীক্ষক (রসায়ন) পারভেজ খান।
মুক্ত আলোচনায় অংশ নেন ময়মনসিংহ পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সফিউল্লাহ, কোকা কোলা প্রতিনিধি কামরুল হাসানসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা।