আবু রায়হান, বাউফল,পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৫ পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল “জীবনব্যাপী ডায়াবেটিস”। বাংলাদেশসহ বিশ্বের ১৬০টির বেশি দেশে এ দিবসটি পালন করা হয়ে থাকে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফ। এছাড়াও উপস্থিত ছিলেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কে.এম. মোস্তাফিজুর রহমান, ফাতেমা তুঝ জোহরা, সিনিয়র স্টাফ নার্স মোসা: সকিনা বেগম, পিয়ারা বেগম, জোসনা রানি।
ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির পটুয়াখালী জেলা এরিয়া ম্যানেজার সঞ্জয় কুমার বিশ্বাস, প্রোগ্রাম অর্গানাইজার হোসাইন মাহামুদ ও মো. রিয়াজুল ইসলামও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়াও জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির জিন এক্সপার্ট মেডিকেল টেকনোলজিস্ট মোসা. আমেনা খাতুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান হিসাবরক্ষক মো. রিয়াজুল ইসলাম, এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

