ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৭০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সবুজা বেগম নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ওই নারী কারবারি হলো গাজীপুরের টঙ্গীর হিমারদিঘী কেরানীর টেক এলাকার মৃত সিরাজ উদ্দীনের মেয়ে। তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ এ তথ্য জানান।
পুলিশ জানায়, উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল এলাকায় সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার বিকালে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় ১৭০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাবেদ উল ইসলাম বলেন, মাদক বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ ওই নারী কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা ও ইয়াবা ট্যাবলেটগুলো জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তিনি আরও বলেন আমাদের অভিযান অব্যাহত রয়েছে। যে কোনমূল্যে অপরাধ নিয়ন্ত্রণ করা হবে।

