রাজধানীর বাজারে সবজির দাম বাড়ার ফলে ক্রেতাদের অনেকেই সবজি বাদ দিয়ে ব্রয়লার মুরগি কিনছেন। নাখালপাড়া সমিতি বাজারের ক্রেতা নুর নাহার বলেন, বেগুনের কেজি দেড়শ, বরবটি ১২০ টাকা। তাইলে কী দরকার সবজি কেনার? দেড় কেজি ব্রয়লার নিলাম আড়াইশ টাকায়।
কারওয়ান বাজারের ক্রেতা মাঈনুল ইসলামও বলেন, “কয়েকটি সবজির দাম একশ টাকার ওপরে। ব্রয়লার মুরগি ১৬০-১৭০ টাকায় কেনা যায়, তাই ব্রয়লারই ভালো।
গত বৃহস্পতিবার ও শুক্রবার তেজগাঁও কলোনি, নাখালপাড়া সমিতি, তেজকুনিপাড়া ও কারওয়ান বাজারে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হয়েছে ১৬০ থেকে ১৮০ টাকায়। সোনালি জাতের মুরগি বিক্রি হয়েছে ২৭০ থেকে ২৯০ টাকায়। গত বছরের একই সময়ে ব্রয়লার কেজি ছিল ১৮০-১৯০ টাকায়। অর্থাৎ বছরের ব্যবধানে ব্রয়লারের কেজিতে দাম কমেছে ২০ টাকা।
অন্যদিকে, কিছু সবজির দাম এখনও বেশি। গত সপ্তাহে গোল বেগুনের কেজি বিক্রি হয়েছিল ২০০ টাকার ওপরে, বর্তমানে ১৪০-১৬০ টাকায়। কাঁচামরিচের দামও অর্ধেকে নেমে ১৫০-১৮০ টাকায় বিক্রি হচ্ছে। করলা ও চিচিঙ্গা কেজি দাম কমে যথাক্রমে ৯০-১১০ ও ৬০-৭০ টাকা হয়েছে।
বাংলাদেশ কাঁচামাল আড়ত মালিক সমিতির সভাপতি ইমরান মাস্টার বলেন, “সবজির দাম সরবরাহের ওপর নির্ভর করে। শীতের সবজি আসা শুরু হলে দাম কমে যাবে।
অন্যদিকে, চাল, আটা, ভোজ্যতেল, ডাল ও মাছের বাজারে দাম গত সপ্তাহের মতোই স্বাভাবিক আছে।