বাকেরগঞ্জের গারুরিয়া কান্তা হাসান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শীতকালীন পিঠা উৎসব ২০২৬ এবং শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৩ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয় মাঠে পিঠা উৎসব আয়োজক কমিটির সভাপতি ও গারুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম কাইউম খানের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বাংলার ঐতিহ্যবাহী শীতকালীন পিঠা উৎসব একসময় প্রতিটি ঘরে আনন্দের সঙ্গে উদযাপিত হতো। আধুনিক জীবনের ব্যস্ততায় তা হারিয়ে যেতে বসেছিল। নতুন প্রজন্মের মধ্যে এ ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রতিবছর পৌষ মাসের শেষে কান্তা হাসান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে পিঠা উৎসব আয়োজন করা হয়।
উৎসবে বিদ্যালয়ের ছাত্রীদের হাতে তৈরি বাহারি পিঠার ২৫টি স্টল ছিল। একই দিনে প্রধান অতিথির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেসও বিতরণ করা হয়।
