মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলার রায় যা-ই হোক, তা কার্যকর হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আরও জানিয়েছেন, দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত।
রোববার বরিশালে আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ ফ্রি ও ফেয়ার রাখতে মাঠ প্রশাসনকে সব ধরনের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।” তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বলেন, “এখন পরিস্থিতি খুবই খারাপ নয়, আবার পুরোপুরি ভালোও নয়; মোটামুটি সন্তোষজনক।”

