ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর হামলার ঘটনা নিয়ে মন্তব্য করেছেন প্রবাসী অধিকারকর্মী ও ব্লগার পিনাকি ভট্টাচার্য। তিনি দাবি করেছেন, এই হামলার পেছনে পরাজিত শক্তির হাত রয়েছে, যারা নির্বাচন পেছানোর চেষ্টা করছে।
পিনাকি ভট্টাচার্য তাঁর মন্তব্যে বলেন:
“ওসমান হাদি বর্ষা বিপ্লবের শ্বাশত বন্ধু! তাকে গু/লি করে নির্বাচন পেছাতে চায় পরাজিত শক্তি। এরা জানে এরা হেরে গিয়েছে ইতিমধ্যে।”
তিনি আরও যোগ করেন, এই হামলার সমুচিত জবাব ঢাকার ছাত্র-জনতা দেবে।
উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় নির্বাচনী প্রচারণাকালে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। তাঁকে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

