অন্যের বাড়িতে বেড়াতে গেলে কিছু সাধারণ আচরণ আমাদের ভদ্রতা ও রুচির পরিচয় দেয়। কিন্তু অজান্তে অনেকেই এমন কিছু কাজ করে বসেন, যা বাড়ির মালিকের কাছে অভদ্রতা বা অস্বস্তিকর মনে হতে পারে। চলুন জেনে নেওয়া যাক, কোন কোন জিনিসে হাত না দেওয়াই শ্রেয়।
বই, ডায়েরি ও ফটো অ্যালবাম
বই একজন মানুষের রুচি ও ব্যক্তিত্বের প্রতিফলন। তাই কারও অনুমতি ছাড়া তার বুকশেলফে হাত দেওয়া বা বুকমার্ক দেওয়া বই উল্টেপাল্টে দেখা অনুচিত। একইভাবে ব্যক্তিগত ডায়েরি কিংবা জার্নাল স্পর্শ করা উচিত নয়—এগুলো ব্যক্তির গোপনীয়তা ও বিশ্বাসের সঙ্গে জড়িত।
ফটো অ্যালবামও ব্যক্তিগত স্মৃতির ভান্ডার। সুতরাং কেউ যদি নিজে থেকে দেখাতে না চান, তবে অনুমতি ছাড়া অ্যালবাম খুলে দেখা শোভন নয়।
ফ্রিজ ও রান্নাঘর
ফ্রিজ ও রান্নাঘরের আলমারি পরিবারের একান্ত ব্যক্তিগত জায়গা। তাই তেষ্টা পেলেও অনুমতি ছাড়া ফ্রিজ খুলে জল নেওয়া বা রান্নাঘরের ক্যাবিনেট তল্লাশি করা শোভন নয়। প্রয়োজন হলে বিনয়ের সঙ্গে চেয়ে নেওয়াই ভদ্রতা।
টিভি ও এসির রিমোট
অন্যের বাড়িতে গিয়ে টিভির রিমোট নিজের দখলে নেওয়া ঠিক নয়। কিছু দেখতে চাইলে সৌজন্যতার সঙ্গে অনুমতি নিতে হবে। একইভাবে এসির রিমোটেও অনুমতি ছাড়া হাত দেওয়া উচিত নয়, কারণ ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণের অধিকার বাড়ির মালিকের।
চার্জিং পয়েন্ট
নিজের ফোন চার্জ দেওয়ার আগে জিজ্ঞেস করে নেওয়া উচিত। কারণ, ওই প্লাগে হয়তো জরুরি কোনো যন্ত্র সংযুক্ত আছে। অনুমতি নিয়ে ব্যবহার করলেই ভদ্রতা প্রকাশ পায়।
বাথরুম ও ব্যক্তিগত সামগ্রী
অন্যের টুথব্রাশ, সাবান, শ্যাম্পু বা রেজরের মতো জিনিস ব্যবহার করা একেবারেই অনুচিত। বাথরুম ব্যবহারে কোনো জটিলতা হলে না বুঝে ব্যবহার না করে বরং জিজ্ঞেস করাই উত্তম।
কম্পিউটার, ল্যাপটপ ও ফোন
ডিজিটাল ডিভাইস ব্যক্তির একান্ত ব্যক্তিগত সম্পদ। এগুলো অনুমতি ছাড়া ব্যবহার করলে বিব্রতকর পরিস্থিতি তৈরি হতে পারে। তাই প্রয়োজন হলেও অনুমতি নিয়ে ব্যবহার করুন।
গাছ ও পোষা প্রাণী
অন্যের বাগান থেকে ফুল তোলা বা চারা ছেঁড়া এবং পোষা প্রাণীকে অনুমতি ছাড়া স্পর্শ করা শোভন নয়। অনেক প্রাণী অপরিচিত স্পর্শে অস্বস্তি বোধ করে।
ওষুধ ও বিলের কাগজপত্র
অন্যের ওষুধের বাক্স বা ব্যক্তিগত কাগজপত্রে হাত দেওয়া উচিত নয়। এসবের মধ্যে স্পর্শকাতর তথ্য থাকতে পারে। প্রয়োজনে সরাসরি মালিককে বলুন।
বাড়িতে প্রবেশ ও জুতা খোলা
যতই পরিচিত হোন না কেন, অনুমতি ছাড়া কারও বাড়িতে প্রবেশ করা ভদ্রতা বহির্ভূত। দরজায় কড়া নেড়ে বা কলবেল বাজিয়ে অপেক্ষা করা উচিত।
বাংলাদেশের অধিকাংশ ঘরে প্রবেশের আগে জুতা খোলার নিয়ম আছে। তাই দরজায় জুতা খুলে ভেতরে ঢোকাই শোভন। চাইলে হাত–পা ধুয়েও নিতে পারেন।