মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, বিভিন্ন দেশে আমাদের ছেলে মেয়েরা যাচ্ছে। তারা লাশ হয়ে ফিরে আসছে। আমার সন্তান কেনো আমার কাছে থাকবে না? আমরা আমাদের সন্তানদের নিজের কাছে রাখতে চাই৷ তাদেরকে এই দেশে রাখতে হলে, একটি সুন্দর দেশ তাদেরকে উপহার দিতে হবে। আমরা এখন খাদের কিনারায় চলে আসছি, একটু ধাক্কা লাগলেই আমরা অতলে তলিয়ে যাবো।
সোমবার (১৯ জানুয়ারি) সিরাজগঞ্জের জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন৷
তিনি আরও বলেন, আপনারা যদি অন্য কোনো ভোটের জন্য প্রার্থী হতেন, তাহলে ওই এলাকার যতো পরিচিত মানুষ আছে সবার কাছে ভোট চাইতেন৷ তেমনি রাষ্টের জন্য হ্যাঁ ভোট দিতে সবার কাছে আমাদের যেতে হবে, সবাইকে বুঝাতে হবে৷ হ্যাঁ তে ভোট প্রদানের জন্য যত ধরণের পদ্ধতি আছে, সকল পদ্ধতি খাটাতে হবে৷ তা হ্যাঁ এর জন্য যত বেশি ভোট আনতে পারব, আমরা মনে করব আমাদের কাজটা তত বেশি আগাতে পেরেছি।
উপদেষ্টা আরও বলেন, হ্যাঁ তে ভোট না দিলে, বাড়ি করার সময় চান্দাবাজ এসে বলবে, তোমার ইট বালু সিমেন্ট যা লাগে আমি দিচ্ছি। গাড়ি নিয়ে গেলেও চান্দা দিতে হবে। চান্দা দিতে আপনি বাধ্য থাকবেন৷ বিচার ব্যবস্থা তো নাই আমাদের দেশে।
স্বাস্থ্য সেবা নিয়ে এই উপদেষ্টা বলেন, আপনাদের স্বাস্থ্যসেবা নিয়ে অনেক অভিযোগ৷ গত দেড় বছরে স্বাস্থ্য খাতের সব সেক্টরে অভিযোগ পেয়েছি। তবে করোনার সময় কিন্তু এই ডাক্তার নার্সরাই আমাদের সেবা দিয়েছে৷ তাই আমাদের সিস্টেমকে পরিবর্তন করতে হবে৷
এই অনুষ্ঠানে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণালয়ের সচিব মো. সাইদুর রহমান৷ এছাড়াও পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, জেলা সিভিল সার্জন নুরুল আমিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ অনেকেই উপস্থিত ছিলেন।

