বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বিএনপি কারো বিরুদ্ধে প্রতিহিংসা করে না। আমি দেখি নাই আমার জন্মের পরে আমার বাবা যে বিরোধী দল ও মতকে জেলে ভরছে প্রতিহিংসা অত্যাচার অনাচার করছে এইগুলা সে কোনোদিন করে নাই। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমার মৃত্যু পর্যন্ত আপনাদের পাশে আছি থাকবো। আমার আব্বার মৃত্যুর পরে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। কতটুকু পারছি না পারছি আল্লাহ জানে। আরো উপকার করতে পারছি কারো পারি নাই কিন্তু আমি আমি এতটুকু বলতে পারি আমি কারো ক্ষতি করি নাই। আমার কাছে সবাই নিরাপদ। সব ধর্ম নিরাপদ, সকল দল নিরাপদ, সকল মত নিরাপদ। আমি জন্মের পরে দেখেছি নগরকান্দা এবং সালথায় যত মাদ্রাসা আছে এই মাদ্রাসা যত আলেম ওয়ালারা আছে প্রত্যেকেই আমার বাবার কাছে যখন গেছে সবচেয়ে আগে তাদের কথা শুনেছেন তাদের সমস্যা সমাধান করেছেন।
এমন কোন মসজিদ মাদ্রাসা সালথা নগরকান্দায় নাই আমার আব্বা তাদের দেখে নাই সংস্কারের সাহায্য করে নাই। আলেম ওয়ালারা প্রত্যেকেই বিএনপির কাছে নিরাপদ ধানের শীষের কাছে নিরাপদ। কারণ তারেক রহমান ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন সরকার গঠন করবে তখন প্রত্যেকটা মসজিদের ইমাম এবং মাদ্রাসায় যারা দায়িত্ব আছেন তারা সরকার থেকে ভাতা পাবে নির্দিষ্ট ভাতা পাবে। যেটা অন্য কোন সরকারের সময় ছিল না।
তিনি বলেন, আমি সংখ্যালঘু শব্দে বিশ্বাস করিনা। আমার একটাই কথা আমি যদি জীবিত থাকি নগরকান্দা সালথায় ইনশাল্লাহ সকল ধর্মের মানুষ সকলের সুরক্ষিত থাকবে নিরাপদে থাকবে এবং সকল প্রকার সুযোগ-সুবিধা পাবে। এটাইতো গণতন্ত্রের নীতি, এটাই তো বিএনপি’র আদর্শ। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ। আমরা যদি উন্নয়ন করতে চাই একা একা তো করতে পারবো না। সবাইকে সাথে নিয়ে উন্নয়ন করতে হবে।
তিনি আরও বলেন, সালথার মাটিতে দুর্নীতিকে না বলতে হবে। মাদককে না বলতে হবে। ধান্দাবাজি চান্দাবাজি টেন্ডারবাজি কে না বলতে হবে। আমার বাপের নাম আমি খারাপ হতে দেবো না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম আমি খারাপ হতে দেব না। ধানের শেষের নাম আমি খারাপ হতে দেব না। সুতরাং ঠিকঠিক বলার আগে আপনারা নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন আপনারা কি করছেন। আমাদের মা-বোনদের ভবিষ্যৎ আমাদের দেখতে হবে। ছোট ছোট বাচ্চারা তাদের ভবিষ্যতের জন্য আমাদের সুন্দর একটা ভবিষ্যৎ গড়তে হবে। দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত মানবিক সালথা উপজেলা গড়তে হলে ১২ তারিখে ধানের শীষে ভোট দিতে হবে।
আটঘর ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রবিউল মাতুব্বরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নাসির মাতুব্বর ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুন চৌধুরীর যৌথ সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি শাহিন মাতুব্বর, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল, প্রবীণ বিএনপি নেতা শাহিদুজ্জামান, বিএনপি নেতা মুরাদ মাতুব্বর, আব্দুর রব, ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. শহিদ, যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন, তৈয়বুর রহমান, মিরান হুসাইন, মাুহফুজ খান, শাফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহফুজুর রহমান লিটন, ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজ প্রমুখ। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

