বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা দুঃসময় কাটিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছি। এখন কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার জন্য আমাদের সক্রিয়ভাবে কাজ করতে হবে।”
সোমবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির মহাসচিব এ মন্তব্য করেন। তার বাণী বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে।
মির্জা ফখরুল বলেন, দিবসটি আইনের শাসন, মতপ্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার, মানবাধিকার ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গড়ে তোলাকে সমর্থন করে। বিশ্বের বিভিন্ন দেশে গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি তিনি শ্রদ্ধা জানান এবং আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না। নির্বাচিত জনপ্রতিনিধিরা সেবা ও ন্যায়সংগত সিদ্ধান্তে পৌঁছাতে সচেষ্ট হয়। গণতন্ত্রকে স্থায়ী করতে হলে অবাধ, মুক্ত ও নিরপেক্ষ নির্বাচন, রাষ্ট্রীয় ক্ষমতার বিকেন্দ্রীকরণ, সর্বজনীন শিক্ষা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
বিএনপির মহাসচিব এ বছরের আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের প্রতিপাদ্য তুলে ধরে বলেন, “গণতান্ত্রিক রাষ্ট্র-সমাজে নারী, পুরুষ বা অন্য কোনো লিঙ্গ—সবার সমান অংশগ্রহণ ও সুবিধা পাওয়ার নিশ্চয়তা থাকে। গণতন্ত্র কোনো বৈষম্যকে বাড়িয়ে তুলতে পারে না; বরং সবার জন্য সমান অধিকার নিশ্চিত করে।”