রিপন মারমা কাপ্তাই (রাঙ্গামাটি)
রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার ওয়াগ্গা-সাপছড়ি বৌদ্ধ বিহারে আজ সকালে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের শীর্ষস্থানীয় ভিক্ষু ও ধর্মীয় নেতৃবৃন্দ এক শুভেচ্ছা পরিদর্শনে মিলিত হন। বিশিষ্ট এই ধর্মীয় গুরুদের আগমনে বিহার প্রাঙ্গণে এক আধ্যাত্মিক ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
বিহারে শুভাগমন ও পরিদর্শনে উপস্থিত ছিলেন, পার্বত্য ভিক্ষু সংঘের সাবেক সভাপতি এবং বর্তমান উপ-সংঘ নায়ক ভদন্ত শ্রদ্ধালঙ্কার মহাথেরো,পার্বত্য ভিক্ষু সংঘের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ভদন্ত বুদ্ধদত্ত মহাথেরো,সংঘরাম বৌদ্ধ বিহারের আবাসিক ভিক্ষু ভদন্ত ধর্মালঙ্কার ভিক্ষু। সকালে সাপছড়ি বৌদ্ধ বিহার প্রাঙ্গণে ভিক্ষুসংঘ পৌঁছালে বিহার পরিচালনা কমিটি সভাপতি অজিত কুমার তঞ্চঙ্গ্যা এবং তার সহধর্মিণী তাঁদের পুস্পমাল্য ও ধর্মীয় রীতিতে যথাযথ মর্যাদায় বরণ করে নেন।
উপস্থিত শীর্ষ ভিক্ষুগণ বিহারের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং আবাসিক ভিক্ষু অজিত কুমার তঞ্চঙ্গ্যা সাথে কুশল বিনিময় করেন।পরিদর্শনকালে পার্বত্য অঞ্চলে বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসারে পারস্পরিক ঐক্য ও বিহারের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।ওয়াগ্গা-সাপছড়ি বৌদ্ধ বিহারের উন্নয়ন এবং ধর্মীয় চর্চার ধারাকে বেগবান করতে শীর্ষ ভিক্ষুদের এই পরিদর্শন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীরা। পরিশেষে বিশ্বের সকল প্রাণীর সুখ ও মঙ্গল কামনা করে পার্বত্য ভিক্ষু সংঘ সাপছড়ি বৌদ্ধ বিহার থেকে ত্যাগ করেন।
২৬/১/২৬

