মোঃ নাছিম কবির রনি, গাজীপুর প্রতিনিধি:
ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনী উত্তাপ বাড়ার সঙ্গে সঙ্গে গাজীপুর-০১ আসনে (কালিয়াকৈর–কোনাবাড়ী) বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন মাঠে আরও সক্রিয় হয়ে উঠেছেন।
বুধবার বিকেলে (১৯ নভেম্বর) ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী এলাকায় তিনি বিএনপির প্রতীক ধানের শীষ হাতে নিয়ে লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ১৩ জুলাই ২০২৩ তারিখে ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফার লিফলেট জনগণের হাতে তুলে দেন এবং এই দফাগুলোর গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।
ভিপি হেলাল উদ্দিন বলেন, বাংলাদেশকে সুস্থ রাজনৈতিক পরিবেশ, জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে ৩১ দফা বাস্তবায়ন জরুরি। জনগণের প্রত্যাশা পরিবর্তন, ন্যায়বিচার এবং গণতন্ত্র, আর সেই পরিবর্তনের প্রতীক ধানের শীষ।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুজ্জামান শিবলু বক্সি ও কালিয়াকৈর উপজেলা বিএনপি নেতা লুবান সহ বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।
নেতাকর্মীরা জানান, আসন্ন নির্বাচনে গাজীপুর-১ আসনে ব্যাপক গণসমর্থন তৈরি হয়েছে এবং ভিপি হেলাল উদ্দিনের নেতৃত্বে তৃণমূল আরও শক্তিশালী হচ্ছে।







