পলাশ মন্ডল, সারিয়াকান্দি প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ছাইহাটা বালিকা বিদ্যালয়ে মঙ্গলবার (১৩ জানুয়ারি) পরিদর্শন ও ফলক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মিল্লাত হোসেন মিঠুর সভাপতিত্বে এবং অধ্যাপক হাবিবুর রহমান আকন্দের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর বিদ্যালয় পরিদর্শক মো. শামীম হাসান।
এ সময় উপস্থিত ছিলেন ছাইহাটা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ হোসেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর উপ-বিদ্যালয় পরিদর্শক ফরিদ হাসান, এছাড়াও বিদ্যালয় ও কলেজের শিক্ষক-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি মো. শামীম হাসান ফলক উন্মোচন করেন।
