মো. নাছির উদ্দিন, চাঁদপুর প্রতিনিধি:
বাঙালির চিরগৌরবের দিন আজ। মহান মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছিল ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। একই সঙ্গে যুদ্ধ জয়ের অপার আনন্দ, গৌরব ও অগণিত বীর সন্তানের আত্মদানের বেদনা নিয়ে চাঁদপুরের কচুয়ায় উদযাপিত হলো ৫৫তম বিজয় দিবস।বিজয় দিবসের প্রথম প্রহরে
মুক্তিযুদ্ধের শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল,পুলিশ প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
ব্রিটিশ ঔপনিবেশিক শাসন অবসানের পর দ্বিজাতি তত্ত্বের ওপর ভিত্তি করে গঠিত পাকিস্তান রাষ্ট্রে প্রথম থেকেই ইনসাফ প্রতিষ্ঠিত হয়নি। পশ্চিম পাকিস্তান প্রতিনিয়ত পূর্ব পাকিস্তানের বাঙালি জনসাধারণকে শোষণ, বঞ্চনা ও শোষণের মধ্য রেখেছে। তারা বাঙালির মাতৃভাষা ও সংস্কৃতির ওপর আঘাত হানে। বাঙালির রাষ্ট্রভাষা আন্দোলন ধাপে ধাপে স্বাধিকার ও স্বাধীনতার সংগ্রামে রূপ নেয়।উল্লেখ্য,১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তান সশস্ত্র বাহিনীর পরাজয় এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনের স্মরণে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করা হয়।

