ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো এ বছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১০ অক্টোবর) বেলা ১১টায় নরওয়ের রাজধানী অসলোতে নোবেল ইনস্টিটিউট থেকে এ বছরের শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
নোবেল কমিটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (X) দেওয়া এক পোস্টে জানিয়েছে, ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাওয়ার স্বীকৃতিস্বরূপ মাচাদোকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
মারিয়া কোরিনা মাচাদো ভেনেজুয়েলায় স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা হিসেবে পরিচিত। তিনি রাজনৈতিক নিপীড়ন, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখার পাশাপাশি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আন্তর্জাতিক মহলেও সক্রিয় প্রচার চালিয়ে যাচ্ছেন।
গত বছর (২০২৪) শান্তিতে নোবেল পেয়েছিল জাপানের পরমাণু অস্ত্রবিরোধী সংগঠন ‘নিহন হিদানকায়ো’। পরমাণু অস্ত্রমুক্ত একটি বিশ্ব গড়ার প্রচেষ্টা এবং পরমাণু হামলার ভয়াবহতা প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের মাধ্যমে তুলে ধরার জন্য সংগঠনটিকে ওই স্বীকৃতি দেওয়া হয়েছিল।
