গাজা যুদ্ধ ও ইসরায়েলের দখলদারির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) তদন্তে সহযোগিতা করার অভিযোগে তিনটি শীর্ষ ফিলিস্তিনি মানবাধিকার সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন অর্থ মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হওয়া সংস্থাগুলো হলো—রামাল্লাভিত্তিক আল-হক, গাজা নগরভিত্তিক প্যালেস্টিনিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (পিসিএইচআর) ও আল-মিজান সেন্টার ফর হিউম্যান রাইটস।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে জানান, এসব প্রতিষ্ঠান ইসরায়েলের অনুমতি ছাড়াই দেশটির নাগরিকদের বিরুদ্ধে আইসিসির তদন্ত, গ্রেপ্তার ও বিচারপ্রক্রিয়ায় সরাসরি যুক্ত ছিল।
এর আগে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় আইসিসির ওপরও নিষেধাজ্ঞা দিয়েছিল ওয়াশিংটন। সেই মামলার প্রমাণ সরবরাহে সক্রিয় ভূমিকা রেখেছিল এই তিন ফিলিস্তিনি সংস্থা।
দীর্ঘদিন ধরে আল-হক পশ্চিম তীরে ইসরায়েলি মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি নিশ্চিত করতে কাজ করছে। একইভাবে পিসিএইচআর ও আল-মিজান গাজায় চলমান সংঘাতের নথিপত্র তৈরি করছে।
এক যৌথ বিবৃতিতে সংস্থাগুলো যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে ‘চরম অন্যায়, অমানবিক ও গণতন্ত্রবিরোধী’ বলে আখ্যা দিয়েছে। বিবৃতিতে বলা হয়, “যখন আমাদের জনগণের ওপর গণহত্যা চলছে, তখন মানবাধিকার সংগঠনগুলোকে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক আইন ও মানবতার প্রতি চরম অবজ্ঞা ছাড়া আর কিছু নয়।”







