আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার জ্বালানি তেল বিক্রির কার্যক্রম শুরু করেছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, ইতোমধ্যে প্রায় ৫০ কোটি ডলার মূল্যের ভেনেজুয়েলার তেলের প্রথম চালান বিক্রি সম্পন্ন হয়েছে।
মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার সিবিএস নিউজ জানায়, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আরও তেল বিক্রির পরিকল্পনা রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, মার্কিন কোম্পানিগুলোর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রায় ৩ থেকে ৫ কোটি ব্যারেল তেল বাজারজাত করবে।
হোয়াইট হাউসের মুখপাত্র টেলর রজার্স এক বিবৃতিতে বলেন, নিকোলাস মাদুরোর গ্রেপ্তারের পর ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার সঙ্গে একটি ‘ঐতিহাসিক জ্বালানি চুক্তি’ সম্পন্ন করেছে। তাঁর দাবি, এই চুক্তি যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার উভয় দেশের জনগণের জন্যই উপকারী হবে।
তিনি আরও জানান, ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিরা বিভিন্ন তেল কোম্পানির সঙ্গে আলোচনা করেছেন। এসব কোম্পানি ভেনেজুয়েলার ক্ষতিগ্রস্ত তেল অবকাঠামো পুনর্গঠনে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।
এর আগে গত সপ্তাহে হোয়াইট হাউসে মার্কিন তেল খাতের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে ভেনেজুয়েলার তেল বিক্রির অনুমোদন ও তেল বিক্রি থেকে প্রাপ্ত অর্থ ব্যবস্থাপনার কৌশল তুলে ধরা হয়। হোয়াইট হাউস জানায়, তেল বিক্রির আয় ভেনেজুয়েলা, সংশ্লিষ্ট মার্কিন কোম্পানি ও মার্কিন সরকারের মধ্যে ভাগ করা হবে।
এদিকে বার্তা সংস্থা এপি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে ভেনেজুয়েলার বিরোধী দলের নেতা মারিয়া কোরিনা মাচাদোর সঙ্গে বৈঠক করবেন প্রেসিডেন্ট ট্রাম্প। মাচাদোর নেতৃত্বাধীন দল ২০২৪ সালের নির্বাচনে জয়ী হয়েছে বলে ব্যাপকভাবে ধারণা করা হলেও তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সেই ফলাফল প্রত্যাখ্যান করেন। পরবর্তীতে মাদুরো গ্রেপ্তার হন।
মাচাদো এর আগেও ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপের জন্য ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছিলেন। কারাকাস থেকে মাদুরো ও তাঁর স্ত্রীকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার দুই সপ্তাহের মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উল্লেখযোগ্যভাবে, এর আগে ট্রাম্প মাচাদোর রাজনৈতিক গ্রহণযোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করলেও সম্প্রতি তাঁর অবস্থানে পরিবর্তন দেখা গেছে। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “তিনি একজন খুব ভালো নারী। আমি তাঁকে টেলিভিশনে দেখেছি। মনে হয়, আমাদের আলোচনা মূলত মৌলিক বিষয়গুলো নিয়েই হবে।”
