বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি), রংপুর শাখা ছাত্রদলের সহ-সভাপতি তুহিন রানার করা কুরুচিপূর্ণ মন্তব্যকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। জামায়াতে ইসলামীর নারী কর্মীদের পোশাক ও পর্দা নিয়ে কটূক্তি করে তিনি তাদের ‘ভূতের’ সঙ্গে তুলনা করেছেন বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি এম সুমন সরকারের ফেসবুক ওয়ালে শেয়ার করা একটি সংবাদে মন্তব্য করেন তুহিন রানা। সংবাদটির শিরোনাম ছিল, “নির্বাচনি প্রচারে হামলা, মহাসমাবেশের ঘোষণা মহিলা জামায়াতের।” সেখানে কমেন্টে তিনি লেখেন, “ওই সমস্ত মহিলাদের দেখলে ভয়ও লাগে, কেমন জানি ভূতের মতো। নারীদের দিয়ে প্রচারণা করার প্রবণতা এত কেন??”
এই মন্তব্যকে নারীবিদ্বেষী ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে দেখছেন শিবির নেতারা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি এম সুমন সরকার বলেন, “নারীদের পর্দা ও পোশাককে ‘ভূত’ বলে কটাক্ষ করা রাজনৈতিক শিষ্টাচারবিরোধী এবং এটি স্পষ্টভাবে নারীর মর্যাদা ও ধর্মীয় স্বাধীনতার ওপর আঘাত। নারীদের রাজনৈতিক অংশগ্রহণকে হেয় করতেই এমন মন্তব্য করা হয়েছে।”
ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তুহিন রানা। পরে তিনি নিজের ফেসবুক পোস্টে বিষয়টি ব্যাখ্যা দিয়ে বলেন, “আমার কমেন্ট/মন্তব্য নিয়ে যে নোংরামি হচ্ছে তা মোটেও কাম্য নয়। পর্দা কিংবা ইসলাম নিয়ে আমার কোন ফোবিয়া নেই। ইসলাম ধর্মের প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। পর্দাশীল মা-বোনদের প্রতি আমি শ্রদ্ধাশীল। আমার মন্তব্য কোন পর্দাশীল বোনকে কটাক্ষ করার জন্য নয়। জাশির কিছু মহিলা নেত্রী যে লেবাস নিয়ে ধর্মের ফতুয়া দিচ্ছে, জান্নাতের টিকিট বিক্রি করছে, বিকাশ নাম্বার নিচ্ছে তা সুষ্ঠু গণতন্ত্র বিকাশের জন্য মঙ্গলজনক নয়। জামায়াতে ইসলামী সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ব্যর্থ হয়ে নারীদের ব্যবহার করছে যা অত্যন্ত নিন্দনীয়। পর্দা করা সকল মা-বোনদের উপর ফরয। তা পালন করাও উচিত। কাজেই সকলকেই প্রকৃত বিষয়কে আড়ালে রেখে নোংরামি না করার আহ্বান জানাই।”
এ বিষয়ে বেরোবি শাখা ছাত্রদলের সভাপতি ইয়ামিন ইসলাম বলেন, “এ বিষয়ে আমি এখনো কিছু জানি না। আমাদের সংগঠন সবসময় নারীদের শ্রদ্ধা ও সম্মান করে। তিনি যদি কোনো মন্তব্য করে থাকেন, সেটি তার একান্ত ব্যক্তিগত বিষয়।”
এদিকে ঘটনাটির প্রতিবাদে শিবির সমর্থিত সংগঠন “বেরোবি শিক্ষার্থী পরিষদ” মানববন্ধনের ঘোষণা দিয়েছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই মানববন্ধন অনুষ্ঠিত হবে।

