মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আইনশৃঙ্খলা রক্ষায় মাদক, ড্রেজার চুরাকারবারী ও সকল অপরাধ নির্মূলের ক্ষেত্রে অপরাধীদের বিরুদ্ধে কঠোর থাকবে উপজেলা প্রশাসন। কিশোর গ্যাং, চুরি, ছিনতাই ও ভাড়া নৈরাজ্য ঠেকাতে সোচ্চার থাকবে আইন শৃঙ্খলা বাহিনী।
উপজেলার বিভিন্ন খাল ভরাট করা ও খালে অবাধ পানি প্রবাহে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহন করার কথা জানান উপজেলা প্রশাসন। এছাড়া ইভটিজিং, বাল্য বিবাহ, ভেকু ও ড্রেজার মেশিনে বালু উত্তোলন কারীদের বিরোদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
গতকাল ২৯ অক্টোবর (বুধবার ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা সভায় এ সকল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান এর সভাপতিত্বে ও পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সায়েদুল ইসলাম ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ সোহেল রানা, শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভিন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ রানা, মৎস কর্মকর্তা রাগিব হাসান, সাবেক মুক্তিযোদ্বা কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার, নুরুল ইসলাম, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, চান্দলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মুরাদ, জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সালদা ও শশীদল বিওপি প্রধান ,এনসিপির প্রধান সমন্বয়ক জহিরুল ইসলাম, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এ সময় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন বক্তারা। এছাড়াও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়।







