তানভির হোসেন রাজু,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
বুধবার ১৭ ডিসেম্বর সকাল সাড়ে এগারোটায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা প্রশাসন স্কুল-শিশু কানন পরিদর্শন ও ক্লাস পার্টিতে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার দিলারা আকতার।
এসময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাবিবুর রহমান হাবিব,পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিক,অভিভাবকবৃন্দ, শিক্ষক /শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান হাবিব জানান,প্রধান হিসেবে যোগদানের অল্প সময়ে আমি বিদ্যালয়ের পাঠদান সহ ব শিশু শিক্ষার্থীর জন্য পরিবেশ বান্ধব ও উপযোগী করে তুলতে ইউএনও স্যারের সহায়তায় স্কুল ক্যান্টিন,অভিভাবক বিশ্রামাগার,ফুলের বাগান করতে সক্ষম হয়েছি।
পরিদর্শন শেষে বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার দিলারা আকতার বলেন বিদ্যালয়টি ১৯৮৮ সালে স্থাপিত।বর্তমান সময়ে সময়োপযোগী ও মানসম্মত শিক্ষায় বিদ্যালয়টি প্রস্তুত করতে আমাদের পক্ষ থেকে যথাযথ প্রচেষ্টা থাকবে। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক,
অভিভাবক ও সকল শিক্ষানুরাগীরা এগিয়ে এলে একটি ভিন্নধর্মী ও মানসম্মত বিদ্যালয় হিসেবে গড়ে উঠবে বলে আমি বিশ্বাস করি।

