শাহজাদপুর সাব-রেজিস্ট্রি অফিসে মালিক সনাক্ত না হওয়া বিপুল সংখ্যক নিবন্ধিত দলিল আনুষ্ঠানিকভাবে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার সকালেই সাব-রেজিস্ট্রি অফিস চত্তরে খোলা স্থানে এই কাজ সম্পন্ন হয়।
২০১৭ ও ২০১৮ সালে নিবন্ধিত দলিল ডেলিভারি না নেওয়ায় অফিসে জমে থাকা দলিলগুলোর মালিকানা যাচাইয়ের জন্য একাধিকবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, কিন্তু নির্ধারিত সময়ে কেউ এগিয়ে আসেনি। ফলে অফিস কর্তৃপক্ষ দলিলগুলো ধ্বংসের সিদ্ধান্ত নেন।
উপজেলা সাব-রেজিস্টার মোঃ রবিউল ইসলাম এর উপস্থিতিতে বিশেষ কমিটির তত্ত্বাবধানে দলিলগুলো গণনা ও যাচাই করার পর সরকারি নিয়ম অনুযায়ী আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সাব-রেজিস্টার জানান, মালিকবিহীন দলিলগুলো সংরক্ষণের কোনো যৌক্তিকতা নেই এবং এগুলো নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি করতে পারে, তাই নিয়মিত যাচাই ও প্রয়োজন হলে ধ্বংস করা জরুরি।
তিনি আরও বলেন, “দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ করেই দলিল ধ্বংস করা হয়েছে। নিয়ম অনুযায়ী নোটিশ প্রকাশ ও সময়সীমা দেওয়া হয়েছিল। মালিকরা উপস্থিত না হওয়ায় আইনি প্রক্রিয়া মেনে এগুলো বাতিল ও ধ্বংস করা হলো।”
স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, মালিক অজানা দলিল অনেক সময় দালালচক্রের অপব্যবহারের সুযোগ তৈরি করে। তাই নিয়মিত যাচাই ও প্রয়োজন অনুযায়ী ধ্বংস করাই সুরক্ষিত ও আইনি পদক্ষেপ।

