বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টায় উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) সালথা এর আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫টি পারিবারের মাঝে এই ঢেউটিন ও চেক করা হয়। এসময় প্রত্যেককে তিনবান করে ঢেউটিন ও প্রত্যেককে ৯ হাজার টাকার চেক প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুর সহকারী কমিশনার (আইসিটি শাখা) মো. তন্ময় ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির প্রমুখ।
উল্লেখ, গত শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা মৃধাপাড়া এলাকায় মোল্লা বাড়িতে অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে। অগ্নিকান্ডে আলেম মোল্যার পুত্র ইব্রাহিম মোল্যা ১টি, মোস্তফা মোল্যা ৩টি, আহম্মদ মোল্যা ৪টি, মৃত সাইদ মোল্যার পুত্র আমিনুর মোল্যা ২টি, চান মোল্যার ছেলে মহিদ্দিন মোল্যা ১টিসহ মোট ১১টি ঘর আগুনে পুড়ে যায়।
বিধান মন্ডল
সালথা ফরিদপুর