ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন শিলখুড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল (৪২) ও তিলাই ইউনিয়ন যুবলীগের ৭নং ওয়ার্ড সভাপতি শাহজাহান আলী (৪০)।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) তাদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকেলে বিশেষ অভিযান চালিয়ে শালঝোড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে দেলোয়ার হোসেন দুলালকে এবং ধামেরহাট বাজার থেকে শাহজাহান আলীকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রেক্ষিতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে ।
মোঃ মেছবাহুল আলম