স্টাফ রিপোর্টারঃ আব্দুস সালাম মোল্লা।
চরভদ্রাসন উপজেলা প্রশাসন মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ঝাটকা ইলিশ বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালতে জেল জরিমানায় ভ্রাম্যমান আদালতে জেল জরিমানা করেছেন চরভদ্রাসন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবি।
৮ই ফেব্রুয়ারি বুধবার সকাল ৮:৩০-৯:৩০ পর্যন্ত উপজেলাপ্রশাসন ওমৎস্য অধিদপ্তর উদ্যোগে চরভদ্রাসন বাজার২২কেজি জাটকা ইলিশ জব্দ ও দশ হাজার টাকা জরিমান ওআমিরের ব্রিজ বাজারে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ কেজি জাটকা ইলিশ জব্দ ও৩০০০হাজার টাকা জরিমানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ মেজিস্ট্রেট; নিশাত ফারাবী, এবং উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব। রেশমা আরো উপস্থিত ছিলেন ক্ষেত্র সরকারি শামীম,নাঈম মোল্লা চরভদ্রাসন থানার সঙ্গীয় সোস’। চরভ্রাসন হাটবাজারে অবাধে জাটকা ইলিশ বিক্রির দায়ে ভ্রাম্যমানা আদালতে অভিযানের নির্দেশনাতে ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার ও নবগত যোগদানকারী চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার রহিমা খাতুন। আটককৃত ঝাটকা ইলিশ মাছ দুইটি বোর্ডিং মাদ্রাসা বাদদুল্লা মাতুব্বরের ডাংগি মদিনাতুল উলুম ও হাজীডাঙ্গী এতিমখানা মাদ্রাসায় বিতরণ করেন।
আব্দুস সালাম মোল্লা।