ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
ওসমানীনগরে কৃষকদের কাছ থেকে বুরো ধান সংগ্রহের জন্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার তাজপুর খাদ্য গুদামে এ শুভ উদ্বােধন করেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন। এর পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক মনিটরিং সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা উম্মে তামিমা, তাজপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত তালুকদার প্রমুখ।
১ হাজার মেট্টিক টন ধারণ ক্ষমতার তাজপুর খাদ্য গুদামে এ বছর ৪৩৪ মেট্টিক টন ধান ১৪৪০টাকা মণ দরে একজন তালিকাভুক্ত কৃষক ৩ টন ধান বিক্রি করতে পারবে। ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন উদ্বোধনের বিষয়টি নিশ্চিত করেছেন।